ঢাকা টেস্টে বেশ বড় লিডের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা হয়নি। সাকিব আল হাসান ও এবাদত হোসেনের দারুণ বোলিংয়ে তৃতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তবে বেশ পিছিয়ে থেকেই নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে মুমিনুল হকের দল।
বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৫০৬ রানে অল আউট হয়েছে শ্রীলংকা। দিমুথ করুণারত্নের দলের লিড ১৪১ রানের।
তৃতীয় দিন শেষে ৮৩ রানে পিছিয়ে ছিল শ্রীলংকা। চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৪ রানের লিড পায় সফরকারী দল। দ্বিতীয় সেশনেও লংকানরা কোনো উইকেট হারায়নি। দলীয় লিড এ সময় পৌঁছায় ৯৪ রানে।
দলকে এগিয়ে নেয়ার পথে সেঞ্চুরির দেখা পান দীনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১২৪ রান করা চান্দিমালকে তামিম ইকবালের তালুবন্দী করে ম্যাথিউসের সঙ্গে তার ১৯৯ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে লংকানদের ইনিংস।
৪১ রানে শেষ পাঁচ উইকেট হারায় শ্রীলংকা। যেখানে মূল ভূমিকা রাখেন সাকিব আল হাসান ও এবাদত হসেন। এই দুজন যথাক্রমে পাঁচ ও চারটি করে উইকেট শিকার করেন।
সাকিবের ডাইরেক্ট থ্রো-তে আসিথা ফার্নান্দো রান আউট হলে শেষ হয় শ্রীলংকার ইনিংস। অন্য প্রান্তে ১৪৪ রানে অপরাজিত ছিলেন ম্যাথিউস।