পটুয়াখালীর মহিপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে তানিয়া নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার সকালে ধুলাসার ইউপির নয়াকাটা গ্রামে নিজ বাড়িতে ওই শিক্ষার্থী ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানিয়া ধুলাসার জালাল উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই গ্রামের মাহাতাব গাজীর মেয়ে।
তানিয়ার মা শামসুন্নাহার বেগম জানান, বেশ কয়েক দিন যাবৎ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তানিয়া। কারণ জানতে কিছু বলেনি। পরে জানতে পারি আলীপুরের নাহিদ নামে এক ছেলের সঙ্গে তানিয়ার সম্পর্ক ছিলো। সে ছেলের নাকি বিয়ে ঠিক হয়েছে, এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই শিক্ষর্থীর প্রেমীকের অন্যত্র বিয়ে হওয়ার কারণে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।