চট্টগ্রামে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে মো. মাকসুদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাসুদ সম্পর্কে ওই শিশুর খালু হয় বলে জানায় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১২ মে) ভোরে নগরীর ইপিজেড থানাধীন নয়ারহাট মিজানের কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক সপ্তাহ আগে এই ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে থানায় এজাহার দায়ের করে ভুক্তভোগী শিশুর পরিবার। এজাহারের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাকসুদের গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানার দক্ষিণ বেদুরিয়া গ্রামে। তিনি বন্দরে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতেন।
ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, শিশুটির মা ভিক্ষা করে জীবনযাপন করেন। বেশিরভাগ সময় মেয়েটি বাসায় একা থাকে। তাছাড়া মাকসুদ তার খালু হওয়ায় বাসায় যাতায়াত ছিলো। এই সুযোগে সে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। ভুক্তভোগী শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত খালুকে আদালতে পাঠানো হয়েছে।