মা সন্তানের সবচেয়ে আপনজন। আবার মায়ের কাছেও সন্তানের থেকে প্রিয় কেউ নেই, কিছু নেই। সৃষ্টির শুরু থেকেই মা-সন্তানের বন্ধন চিরন্তন, শাশ্বত। বিপদ-আপদ, ঝড়-ঝামেলা, দুঃখ-ব্যথা থেকে মা সন্তানকে আগলে রাখেন। এমনকি নিজের জীবন দিতেও ভাবেন না একবারও। এমনই এক লড়াকু মায়ের ভিডিয়ো ভাইরাল হল আন্তর্জাতিক মাতৃ দিবসে। সেখানে দেখা যাচ্ছে, জন্মগত ভাবে হাত নেই, এমন এক মায়ের ছবি। যিনি পা দিয়েই জামা পরাচ্ছেন সন্তানকে। মায়ের
চেয়ে ব়ড় যোদ্ধা আর কই!
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সাড়ে ৪ মিনিটের সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, বেলজিয়ামের শিল্পী সারাহ তালবি পা দিয়ে ছোট্ট সন্তানের জামা খুলছেন, তার পর অন্য একটি জামা পরিয়ে দিচ্ছেন। জন্ম থেকেই তালবির হাত নেই।
ভিডিওটি তালবি আপলোড করেন নিজের ইউটিউব চ্যানেলে। মা দিবসে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত ভার্সন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।